তৌহিদুল ইসলাম: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অনিয়মের অভিযোগে তিন বেকারীকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাজিগঞ্জ বাজার ও ভেলাবাড়ি বাজারে বেকারীগুলোতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়।
অভিযানকালে বেকারীগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ, মোড়কে বিভ্রান্তিকর তথ্য প্রদান, অনুনোমোদিত রঙ্গের ব্যবহার, ক্রয়-বিক্রয়ের রশিদ ও চালান জমা না রাখা, রুটি, কেক ও বিস্কুটে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা ও স্বাস্থ্যকর পরিবেশ না থাকা। এসব অপরাধে মক্কা বেকারিকে ২০ হাজার টাকা ও নিউ লিফা বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং সতর্ক করে দেওয়া হয়।
এ অভিযানে নেতৃত্ব দেন আদিতমারী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রওজাতুন জান্নাত।
অভিযানে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট নিরাপদ খাদ্য কর্মকর্তা ফজলুল হক, নিরাপদ খাদ্য পরিদর্শক ফরিদুল ইসলাম, খাদ্যদ্রব্যের নমুনা সংগ্রহকারী মোস্তফা আল মামুনসহ অন্যান্যরা।
এদিকে ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য ও বাজার দর নিয়ন্ত্রণে নিয়মিত কাজ করে যাচ্ছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় ও ক্যাব লালমনিরহাট।