তৌহিদুল ইসলাম: লালমনিরহাটে ভোক্তা-অধিকার সংরক্ষণ কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এ কে এম শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে ভোক্তার অধিকার বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ দৌলা।
এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা খাতুন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফজলুল হক, ক্যাব লালমনিরহাটের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন।
উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা ভোক্তার অধিকার, বাজার পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ক্যাবের সচেতনতামূলক কার্যক্রমের প্রশংসা করেন।
জেলা প্রশাসক বলেন, ‘সরকারের পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ও ভোক্তার অধিকার রক্ষায় ক্যাব কাজ করে যাচ্ছে। ক্যাবের এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানাই।’
সেমিনারে জেলা প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।