সেঞ্চুরির পথে আলু

ভোক্তাকণ্ঠ ডেস্ক: টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রতি কেজি আলু ৮০-৮৫ টাকায় বিক্রি হচ্ছে। সোমবার উপজেলার বিভিন্ন হাট-বাজারে গিয়ে এমন চিত্র দেখা যায়।

ক্রেতাদের অভিযোগ, বাজারে আলুর মূল্য এতটাই বেড়েছে যে তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।

বিভিন্ন হাট-বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি আলুর দাম ৮০ থেকে ৮৫ টাকা।

আব্দুল আলিম নামের এক ক্রেতা বলেন, ‘ছেলে-মেয়েরা আলুর তরকারি ছাড়া ভাত খেতে চায় না। তাই আলুর দাম যতই বাড়ুক, কিনতে বাধ্য হচ্ছি। আলুর দাম দিন দিন বেড়েই চলছে।’

আলু ব্যবসায়ীরা বলছেন, মোকাম থেকেই বেশি দামে আলু কিনতে হচ্ছে।

ভাইঘাট বাজারের ব্যবসায়ী সুজন বলেন, ‘আমরা মোকামে ৭৫ টাকায় আলু কিনে এনে খুচরা বাজারে ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি করছি। এর চেয়ে কম দামে বিক্রি করলে আমাদের লাভ থাকবে না।’

ক্রেতা জালাল উদ্দীন বলেন, ‘আমার জীবনে খুচরা বাজারে আলুর দাম কখনো এতো বেশি দেখিনি। সরকারের বাজার তদারকির অভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। আলুসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার বর্তমানে চরম অস্থিতিশীল। সঠিক তদারকির মাধ্যমে এই সমস্যা দ্রুত সমাধান করা দরকার।’

হাকিম নামের একজন বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে শুধু কৃষক বা নিম্নআয়ের মানুষ নয়, পুরো মধ্যবিত্ত শ্রেণিকেও নাজুক অবস্থায় ফেলে দিয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে সংকট আরও তীব্রতর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’

সচেতন নাগরিকরা মনে করছেন, সরবরাহ ব্যবস্থার ঘাটতি, অসাধু ব্যবসায়ীদের কারসাজি এবং বাজার তদারকির অভাবেই নিত্যপণ্যের এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান বলেন, ‘বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিষয়ে আমরা নিয়মিত মনিটরিং করছি। যদি কেউ অতিরিক্ত দামে পণ্য বিক্রি করে বা বাজার ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি করে তবে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।