ভোক্তাকণ্ঠ রিপোর্ট: টাঙ্গাইলে অনিয়মের অভিযোগে ডায়মন্ড ফোম এন্ড ম্যাট্রেস ইন্ডাস্ট্রিজকে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলাধীন বিসিক এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।
অভিযানে গোপন তথ্যের ভিত্তিতে ডায়মন্ড ফোম এন্ড ম্যাট্রেস ইন্ডাসস্ট্রিজে তদারকি করে বিপুল পরিমাণে বিভিন্ন ব্যান্ডের (আকিজ, বসুন্ধরা, গাজি, পারটেক্স ইত্যাদি) নকল ফোম/ম্যাট্রেস তৈরি ও বিভিন্ন ব্রান্ডের সীল পাওয়া যায়। এছাড়া নাম, ঠিকানাবিহীন লেভেল ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ স্বীকার করেন। সেই সঙ্গে ভবিষ্যতে সংশোধন হবেন মর্মে লিখিত অঙ্গিকার প্রদান করেন।
অভিযানে সকলকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মেনে চলার অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়।
তদারকিমূলক অভিযানে সহায়তা করেন জেলা পুলিশের একটি টিম ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর।
জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।