ইউটিউবে যুক্ত হতে যাচ্ছে ‘প্লে সামথিং’ বাটন

ভোক্তাকণ্ঠ ডেস্ক: নতুন একটি বাটন নিয়ে চিন্তা ভাবনা করছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। যার নাম ‘প্লে সামথিং’। এই বাটনটির ব্যাকগ্রাউন্ডটি কালো। সাদা টেক্সটে লেখা থাকে সেখানে। বাটন বারের ঠিক উপরেই এটি দৃশ্যমান হচ্ছে। সেখানে ক্লিক করলে শর্টস প্লেয়ারে একটি যেকোনো ভিডিও শুরু হতে থাকে।

এই বাটন রেগুলার কনটেন্টও চালাতে পারবে। সেখানে লাইক, ডিসলাইক, কমেন্ট ও শেয়ার বাটনও থাকছে। স্ক্রিনের একেবারে ডান দিকে সেটা দেখা যাবে। তবে এই ফিচারটি কেবল মোবাইলের জন্য ভাবা হচ্ছে।

আপাতত সবই পরীক্ষার স্তরে রয়েছে। তবে জানা যাচ্ছে, ‘প্লে সামথিং’ বাটনটি শিগগিরি হয়তো আত্মপ্রকাশ করবে। আসলে গুগল শেষ মুহূর্তের তুলির টান দিয়ে আপাতত ফিচারটি খতিয়ে দেখছে।

গত অক্টোবরেই ইউটিউব ঘোষণা করেছিল, নতুন নতুন অনেক কিছুই আসতে চলেছে। যার মধ্যে প্লে লিস্টের থাম্বনেল থেকে স্লিপ টাইমার কিংবা মিনি প্লেয়ারের নয়া ডিজাইন- অনেক কিছুই রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো এই বাটন। সূত্র: ইন্ডিয়া টুডে।