রাজবাড়ীতে বেকারি পণ‌্য ব‌্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: রাজবাড়ী সদর উপজেলাস্থ বেকারি পণ‌্য উৎপাদনকারী ও ব‌্যবসায়ীদের অংশগ্রহণে সচেতনতামূলক সভা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়।

মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় সদর উপজেলাস্থ বেকারি পণ‌্য উৎপাদনকারী এবং বিপণনকারী ব‌্যবসায়ীবৃন্দের উদ্দেশ‌্যে বক্তব‌্য রাখেন সভার প্রধান আলোচক সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।

এছাড়াও বক্তব‌্য প্রদান করেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ, জেলা নিরাপদ খাদ‌্য কর্মকর্তা মো. আসিফুর রহমান, জেলা স‌্যানিটারী ইন্সপেক্টর সূর্য‌্য কুমার প্রামাণিক, সদর উপজেলা স‌্যানিটারী ইন্সপেক্টর মো. সেলিম উদ্দিনসহ বেকারি পণ‌্য উৎপাদনকারী ব‌্যবসায়ী ও প্রতিনিধিবৃন্দ।

সভায় সকল আমন্ত্রিত উপস্থিতি ও বক্তারা উপস্থিত বেকারি খাদ‌্য পণ‌্য বিপণনকারী ব‌্যবসায়ীবৃন্দের উদ্দেশ‌্যে প্রযোজ‌্য সকল সময়ে বেকারি খাদ‌্য পণ‌্য ব‌্যবসা ও সকল প্রকার ক্রয়-বিক্রয় কার্যক্রম যথাযথ সরকারি বিধি ও নীতি নৈতিকতার অধীনে পরিচালনা করার জন‌্য উৎসাহ ও নির্দেশনা প্রদান করেন।

সভায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারাসমূহের প্রয়োগ ও ব‌্যবহার বিষয়ে উপস্থিত সকলকে অধিকতর সচেতন করার লক্ষ‌্যে বক্তব‌্য উপস্থাপন করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

সভায় জানানো হয়, নিয়মিত বাজার তদারকি ও লিখিত অভিযোগ নিষ্পত্তি কার্যক্রম পরিচালনা করা চলমান রাখার পাশাপাশি সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমও অব‌্যাহত থাকবে।