ভোক্তাকণ্ঠ ডেস্ক: কৃষকের উৎপাদিত ফসলের সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্য সরকারি ভাবে নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেখ নাছির উদ্দিন বলেন, বাংলাদেশ একটি নদীমাতৃক ও কৃষিভিত্তিক দেশ। অধুনা শিল্প, সেবা, জনশক্তি রপ্তানিসহ নানাবিধ খাত এগিয়ে আসায় কৃষির ভূমিকা কিছুটা কমে এলেও সবচেয়ে প্রাথমিক এবং মৌলিক খাত হিসাবে কৃষির অবদান একক ভাবে এখনো সবচেয়ে বেশি। আমাদের কৃষি চলছে দৃশ্যত পরিকল্পনাহীন ভাবে। কৃষির সাথে জড়িত কৃষকদের অর্থনৈতিক এবং শারীরিক অবস্থা ভয়াবহ। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো ভূমিহীন কৃষকদের অবস্থা। কৃষকদের দুরাবস্থার অন্যতম কারণ কৃষিপণ্যের ন্যায্য মূল্য না পাওয়া ও বেশির ভাগ লাভ মধ্যস্বত্ত্বভোগীদের পকেটে পাওয়া। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে কৃষকের উৎপাদিত ফসলের সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্য সরকারি ভাবে নির্ধারণ করতে হবে। হাট-ঘাট থেকে জমিদারী প্রথা উচ্ছেদ করতে হবে। ইজারা প্রথা বাতিল করতে হবে, খাজনা কমাতে হবে। লুটপাট বন্ধে কৃষিখাতের ভর্তুকি সরাসরি কৃষকের ব্যাংক হিসাবে পাঠাতে হবে। ২৫ হাজার পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করতে হবে।
তিনি আরো বলেন, কৃষি, কৃষক এবং ভূমিহীনদের সমস্যা সমাধানের লক্ষ্যে ভূমিহীন প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে একটি আলাদা কমিশন গঠন করতে হবে। ভূমি সংস্কার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং প্রকৃতিবান্ধব আধুনিক কৃষি পদ্ধতি প্রচলনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। খাস জমি যথাযথ ভাবে চিহ্নিত করে প্রকৃত ভূমিহীনদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বন্টনের ব্যবস্থা করতে হবে। খাল-বিল-জলাশয় অগ্রাধিকার ভিত্তিতে প্রকৃত ভূমিহীন জেলে-কৃষকদের মধ্যে বরাদ্দ দিতে হবে এবং বরাদ্দ কমিটিতে ভূমিহীনদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন কৃষক সমিতির আহ্বায়ক চাষী মাসুম, রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলনের সভাপতি মিন্টু রহমান, সমতা পার্টির আহ্বায়ক হানিফ বাংলাদেশী, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সহ-সাধারণ সম্পাদক শাহিন আলম, অর্থ সম্পাদক শামসুদ্দিন রাকিব, দপ্তর সম্পাদক মো. মহসিন, ঢাকা জেলার আহ্বায়ক শামিল রহমান, ছাত্রনেতা ইসহাক প্রমুখ।