ব্যবসায়ীদের যৌক্তিক দাবির প্রতিফলন আগামী বাজেটে থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআই আয়োজিত রাজস্ব পরামর্শক সভায় ব্যবসায়ীদের বিভিন্ন দাবির প্রতি সমর্থন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আপনাদের কোন প্রস্তাব অযৌক্তিক নয়। গত বছরও ব্যবসাবান্ধব বাজেট করেছি।এবারো তার প্রতিফলন দেখতে পাবেন। আপনাদের আরো শক্তিশালী হয়ে এগুতে হবে।
জাতীয় বাজেট উপস্থাপনের আগে এনবিআর ও এফবিসিসিআই প্রতিবছর পরামর্শক সভার আয়োজন করে। এবার কোভিড পরিস্থিতির কারণে পরামর্শক কমিটির সভা ভার্চুয়্যাল মাধ্যমে অনুষ্ঠিত হয়।
সভায় এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।
অর্থমন্ত্রী করোনা ভাইরাসের এই কঠিন পরিস্থিতির মধ্যেও ব্যবসা চালিয়ে নেয়া ও রাজস্ব প্রদান করায় ব্যবসায়ীদের ধন্যবাদ জানান।
সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে আয়কর, ভ্যাট ও শুল্ক সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। এছাড়া বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারাও তাদের প্রস্তাব তুলে ধরেন।
আগামী জুনের শুরুতে ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করবে সরকার। বাজেটের আগে ইতিমধ্যে বিভিন্ন পক্ষের সঙ্গে পরামর্শমূলক আলোচনা হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে প্রাকবাজেট সভা শেষ হলো।