ঢাকা, ৮ মে বুধবারঃ গতকাল মঙ্গলবার রোজার প্রথম দিন থেকে রাজধানীর কারওয়ান বাজারে ‘পরিমিত ক্রয় ক্যাম্পেইন প্রোগ্রাম’ শুরু হয়েছে। বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান মালিক সমিতির উদ্যোগে এই আয়োজনে প্রতিদিনের ইফতারে প্রয়োজনীয়, এক কেজি শশা, ৫০০ গ্রাম বেগুন, এক হালি লেবু, এক কেজি পেঁয়াজ, ৩০০ গ্রাম কাঁচা মরিচ, ৫০০ গ্রাম টমেটো, এক কেজি আলু এবং আধা কেজি গাজর, মোট আটটি কাঁচা পণ্য ১৫০ টাকায় পাওয়া যাবে।
গতকাল মঙ্গলবার দুপুরে, ১৫০ টাকা দিয়ে প্যাকেজ কিনে ‘পরিমিত ক্রয় ক্যাম্পেইন প্রোগ্রাম’ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি গোলাম রহমান, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক ডঃ বেনজীর আহমেদ, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। মাসব্যাপী এই কার্যক্রমের সার্বিক সহযোগিতায় রয়েছে কারওয়ান বাজার কাঁচামাল আড়ত ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমিতি।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালক ডঃ বেনজির আহমেদ আইনের সংস্কার চেয়ে বলেছেন, ‘খাদ্যে যারা ভেজাল মেশায় তারা খুনি। এদের ফাঁসি দিতে হবে।’