ঢাকা, ১২ মে রবিবারঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভিন্ন বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৪৬ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, বাগেরহাট, জামালপুর, বরগুনা, সিলেট, গাইবান্ধা, বরিশাল, নেত্রকোণা, ঝিনাইদহ, রাজবাড়ী, কক্সবাজার, কিশোরগঞ্জ, মাগুরা, রংপুর, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, নোয়াখালী, নওগাঁ, ভোলা, মুন্সীগঞ্জ, চাঁদপুর, ময়মনসিংহ, নাটোর, নরসিংদী, শরীয়তপুর, দিনাজপুর, ফরিদপুর, ফেনী, মাদারীপুর, বগুড়া, খুলনা, ঝালকাঠি, রাজশাহী ও চুয়াডাঙ্গায় বাজার তদারকি করা হয়।
ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জনাব মনজুর মোহাম্মদ শাহরিয়ার, সহকারী পরিচালক জনাব আতিয়া সুলতানা, জনাব মোঃ মাসুম আরেফিন, জনাব আফরোজা রহমান, জনাব ইন্দ্রানী রায় ও ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল জব্বার মন্ডল কর্তৃক পল্টন, কারওয়ানবাজার, ভাটারা ও যাত্রাবাড়ি এলাকায় বাজার তদারকি পরিচালনা করা হয়।
বাজার তদারকিকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে ঘরোয়া রেস্টুরেন্ট, কবরি হোসেন আদি বনফুল, বিক্রমপুর ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার, নিউ আমন্ত্রণ রেস্টুরেন্ট’কে যথাক্রমে ২০,০০০/- বিশ হাজার) টাকা, ৯০,০০০/- (নব্বই হাজার) টাকা, ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা, ১০,০০০/- (দশ হাজার) টাকা, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকার অপরাধে বিক্রমপুর স্টোর, টিটি র্ফামা, কবরি হোসেন আদি বনফুল, শাহ বিতান স্টোর, এখলাসের ফলের দোকান, জিনিয়াস শপ সেন্টারকে যথাক্রমে ৩,০০০/- (তিন হাজার) টাকা, ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা, ১০,০০০/- (দশ হাজার) টাকা, ২,০০০/- (দুই হাজার) টাকা, ১,০০০/- (এক হাজার) টাকা, ১৫,০০০/- (পনরে হাজার) টাকা ।
পণ্যর মূল্য তালিকা প্রর্দশন না করায় আরফি জেনারেল স্টোর, মমি ফ্রুট, হাজী আহসান এন্টারপ্রাইজ, রিয়া জেনারেল স্টোর, সুমি ভ্যারাইটিস স্টোর, আনোয়ার জেনারেল স্টোর, নবাবগঞ্জ স্টোর, ওয়াহেদ জেনারেল স্টোর, আলম রাইছ স্টোর, শহীদ ফল বিতান, আশিক ফল বিতান , বাচ্চু ফল বিতান , ফরিদপুর ঋতু এন্টারপ্রাইজ, সিরাজ ফল বিতান , শাহজাহান ফল বিতানকে যথাক্রমে ২,০০০/- (দুই হাজার) টাকা, ১,০০০/- (এক হাজার) টাকা, ১,০০০/- (এক হাজার) টাকা, ১,০০০/- (এক হাজার) টাকা, ২,০০০/- (দুই হাজার) টাকা, ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা, ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা, ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা, ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা, ১,০০০/- (এক হাজার) টাকা, ১,০০০/- (এক হাজার) টাকা, ১,০০০/- (এক হাজার) টাকা, ১,০০০/- (এক হাজার) টাকা, ১,০০০/- (এক হাজার) টাকা, ১,০০০/- (এক হাজার) টাকা, ১,০০০/- (এক হাজার) টাকা, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে বিক্রমপুর ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার, বিসমিল্লা খাসির মাংসের দোকান, ওয়াসিম খাসির মাংসের দোকান, মায়ের দোয়া খাসির মাংস বিতান , মাদারীপুর স্টোরকে যথাক্রমে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা, ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা, ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা, ২,০০০/- (দুই হাজার) টাকাসহ মোট ৩,৫৭,০০০/- (তিন লক্ষ সাতান্ন হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অপরদিকে প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক জনাব প্রনব কুমার প্রামাণিক কর্তৃক বানিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টীমের সাথে ঢাকা মহানগরীর নিউমার্কেট এলাকায় মূল্য তালিকা প্রর্দশন না করার অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ১,০০০/- (এক হাজার) টাকা জরমিানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া দেশব্যাপী ৩৯টি বাজার তদারকির মাধ্যমে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, পণ্য মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদ উর্ত্তীণ পণ্য বা ঔষধ বিক্রয়, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, ভেজাল পণ্য, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় ইত্যাদি দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ইত্যাদি ঘটানোর অপরাধে ১০৯টি প্রতিষ্ঠানকে ৪,৯২,৯০০/- (চার লক্ষ বিরানব্বই হাজার নয়শত) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।