ঢাকা, ১৫ মে বুধবারঃ জাতীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা, বিএসটিআই আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ,’নিম্নমানের পণ্য হিসাবে চিহ্নিত ৫২টি খাদ্যপণ্যের মধ্যে ৭ উৎপাদক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল এবং ১৮টি পণ্য উৎপাদনের অনুমোদন স্থগিত করা হয়েছে’। একই সাথে, বিজ্ঞপ্তি প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যে এসব পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়ার পাশাপাশি সংরক্ষণ ও সবরকমের বাণিজ্যিক প্রচার বন্ধ করারও নির্দেশ দেওয়া হয়েছে।
লাইসেন্স বাতিল হওয়া সাত কোম্পানিগুলো হলো- ১।কেরানীগঞ্জে শান্তা ফুড প্রোডাক্টসের টেস্টি, তানি ও তাসকিয়া; ২। কামরাঙ্গীরচরের জাহাঙ্গীর ফুড প্রডাক্টসের প্রিয়া ব্র্যান্ডের সফট ড্রিংক পাউডার, ৩। ড্রিংকিং ওয়াটারের মধ্যে আল সাফি ড্রিংকিং ওয়াটার, ৪। শাহারী অ্যান্ড ব্রাদার্সের নারজান, ৫। মর্ন ডিউ পিওর ড্রিংকিং ওয়াটার ৬। আর আর ডিউ ড্রিংকিং ওয়াটার, এবং ৭। মিরপুরের বনলতা সুইটস অ্যান্ড বেকারির বনলতা ব্র্যান্ডের ঘি।
লাইসেন্স স্থগিত হওয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে: সরিষার তেলে সিটি অয়েল মিল-গাজীপুর (তীর), গ্রিন ব্লিসিং ভেজিটেবল অয়েল-নারায়ণগঞ্জ (জিবি), শবনম ভেজিটেবল অয়েল-নারায়ণগঞ্জ (পুষ্টি), বাংলাদেশ এডিবল অয়েল-নারায়ণগঞ্জ (রূপচাঁদা); সুপেয় পানির মধ্যে আররা ফুড অ্যান্ড বেভারেজ (আররা), ডানকান প্রোডাক্ট (ডানকান), দিঘী ড্রিংকিং ওয়াটার (দিঘী); প্রাণ অ্যাগ্রো লিমিটেডের প্রাণ ব্র্যান্ডের লাচ্ছা সেমাই; হলুদের গুঁড়ার মধ্যে ড্যানিশ, প্রাণ ও ফ্রেশ। কারি পাউডারের মধ্যে প্রাণ ও ড্যানিশ; আয়োডিনযুক্ত লবণের মধ্যে এসিআই ও মোল্লা সল্ট; ধনিয়া গুড়ার মধ্যে এসিআই পিওর, নুডলসের মধ্যে নিউ জিল্যান্ড ডেইরির ডুডলস এবং চিপসের মধ্যে কাশেম ফুডের সান চিপস।
এসব পণ্যের মনোন্নয়ন করে আবার লাইসেন্স গ্রহণের আগে উৎপাদন, সরবরাহ ও খুচরা বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিএসটিআইয়ের ‘সার্টিফিকেশন মার্কস’ বিভাগের উপ পরিচালক রিয়াজুল হক জানিয়েছেন, নোটিশের উত্তর দেওয়ার সময় শেষ হওয়ার পরও উত্তর না আসায় ওই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।