৩০ মে দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে করোনার সংক্রমণ রোধে আম বেচাকেনার সঙ্গে জড়িত সবাইকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন।
বর্তমানে আমের মৌসুম চলছে। দেশের মানুষের কাছে আম একটি সুস্বাদু ও জনপ্রিয় ফল। অনেক পরিবার আমের বাণিজ্যের ওপর নির্ভরশীল। ফলে আমের বাজারজাত করার ক্ষেত্রে খোলা জায়গায় স্বল্প পরিসরে আম কেনাবেচা করতে হবে। বর্তমানে ই-কমার্স অর্থাৎ অনলাইনেও বিভিন্ন পণ্য বিক্রি জনপ্রিয় হচ্ছে। ই-কর্মাসের মাধ্যমেও আমের কেনাবেচা স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করতে পারে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, করোনার বিভিন্ন ধরনের ভ্যারিয়েন্ট চিহ্নিত হচ্ছে এবং তা হতেই থাকবে। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চললে এ রোগের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব।’