সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৯ টাকা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ কথা জানিয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৯ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে।
এদিকে নতুন দামের তালিকাও দেয়া হয়েছে। এখন থেকে এক লিটার বোতলজাত সয়াবিন তেল ১৫৩ টাকায় বিক্রি হবে, যা এতদিন ১৪৪ টাকা ছিল। এছাড়া ৫ লিটারের এক বোতল তেলের দাম পড়বে ৭২৮ টাকা। খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১২৯ টাকা ও পাম সুপার তেল ১১২ টাকা দরে কিনতে হবে ক্রেতাদের।
আগামী শনিবার (২৯ মে) থেকে নতুন মূল্যে তেল বিক্রি হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রসঙ্গত, রমজানের আগে সয়াবিন তেলের দাম হঠাৎ করেই লিটারপ্রতি ৫ টাকা বাড়িয়ে দেওয়া হয়। ওই ঘটনার এক মাসও পার না হতেই আবারও তেলের দাম বাড়ানোর ঘোষণা এল।