ভোক্তাকণ্ঠ রিপোর্ট: কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাথে ক্যাবের পঞ্চগড় জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের একটি বেসরকারি উন্নয়ন সংগঠনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি জামিল চৌধুরী ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হুমায়ূন কবীর ভূঁইয়া।
সভায় জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন জেলা ক্যাবের কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন।
সভায় অন্যদের মধ্যে জেলা ক্যাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন প্রধান, শহীদুল ইসলাম শহীদ, মালেকা ইয়াসমিন, সুলতানা পারভীন, রইসুল বখত মানিক, সাজেদুল ইসলাম সাজু ক্যাবের কার্যক্রমকে আরো কার্যকর ও গতিশীল করার আহ্বান জানান।
সভায় বাজার মনিটরিং জোরদার করা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা, দোকানে মূল্য তালিকা টাঙানো, জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তরে জনবল বৃদ্ধি করা, ভোক্তা-অধিকার ২০০৯ আইনকে সময়োপযোগী করতে সংশোধন করা, ই-কমার্স পদ্ধতিতে পণ্যমূল্য নিয়ন্ত্রণে নেটওয়ার্কিং গড়ে তোলা, জেলা-উপজেলায় খাদ্যদ্রব্য টেস্টিং মেশিনের ব্যবস্থা করা, অনলাইন জালিয়াতিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়।
সভায় জেলা ও উপজেলা কমিটিগুলোকে পুনর্গঠন করে ভোক্তা-অধিকার সুরক্ষায় কমিটির সদস্যদের নিজ নিজ অবস্থান থেকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
ভোক্তা-অধিকার প্রতিষ্ঠা, নকল, ভেজাল প্রতিরোধসহ ভোক্তা স্বার্থ বিবেচনায় সচেতনতা সৃষ্টির জন্য প্রচারণা, লিফলেট বিতরণ, সভা, সেমিনার আয়োজন করার উপর গুরুত্বারোপ করা হয়।