ভোক্তাকণ্ঠ রিপোর্ট: নিজেদের উৎপাদিত ৫৭১০ ইউনিট আকু চেক এক্টিভ টেস্ট স্ট্রিপ ধ্বংস করেছে ফার্মা সল্যুশন্স বাংলাদেশ লিমিটেড।
সোমবার স্ট্রিপ ধ্বংসের সময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি এবং কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) দু’জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ডায়াবেটিস মাপার নকল উপকরণ উৎপাদন ও বিপণনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় সংস্থাগুলোর উৎপাদনকারী কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ক্যাবের দায়ের করা রিট পিটিশন নং ৬০০৪/২০২৪ এ হাইকোর্ট বিভাগ এ আদেশ দেন।
রোববার ফার্মা সল্যুশন্স বাংলাদেশ লিমিটেড প্রেরিত পত্রে জানানো হয়, তাদের কাছে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় চিকিৎসা উপকরণগুলো ধ্বংসের জন্য প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়েছে তারা।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতার কারণে ক্যাব জনস্বার্থে এ রকম একটি গুরুত্বপূর্ণ কাজে প্রাথমিক ভাবে হলেও সফল হতে পেরেছে।
One thought on “৫৭১০ ইউনিট আকু চেক এক্টিভ টেস্ট স্ট্রিপ ধ্বংস করলো ফার্মা সল্যুশন্স”
Comments are closed.