ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) তিন হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার সিদ্ধান্তে সাধুবাদ এবং সকল সরকারি হাসপাতালে বিনামূল্যে এই পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেঙ্গু ছড়িয়ে পড়েছে ঢাকা ও ঢাকার বাইরে। ডেঙ্গুতে মানুষের প্রাণহানি ঘটছে। চিকিৎসাও হয়ে উঠছে কঠিন। এ রকম সময়ে জ্বর হলেই তা ডেঙ্গু কি না সেই পরীক্ষা খুবই জরুরি হয়ে উঠেছে। কিন্তু হাসপাতালগুলোতে এই ডেঙ্গু রোগের পরীক্ষার ব্যয় অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের নাগালের বাইরে। প্রান্তিক ও সাধারণ মানুষের জন্য এ এক নতুন বিড়ম্বনা হয়ে দেখা দিয়েছে।
এ অবস্থায় বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে ডিএসসিসি’র মালিকানাধীন তিনটি হাসপাতালে (মহানগর জেনারেল হাসপাতাল, মহানগর শিশু হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদন হাসপাতাল) বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষা করা হবে। এই সিদ্ধান্ত খুবই জনহিতকর বলে প্রতীয়মান হয়।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানায় এবং আশা করে স্বাস্থ্য মন্ত্রণালয় অবিলম্বে সরকারি সকল হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষা করার সিদ্ধান্ত ঘোষণা করবে। একইসঙ্গে সকল বেসরকারি হাসপাতালেও যাতে ন্যূনতম মূল্যে ডেঙ্গুর পরীক্ষা করা যায়, সে ব্যবস্থা নিতে সকল হাসপাতালকে নির্দেশ প্রদান করবে।
-এসআর