রোগীদের কষ্ট লাঘবে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি ক্যাবের

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: সারাদেশের প্রায় সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে গত রোববার (২৪ মার্চ) থেকে ৪৮ ঘন্টার কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসক পরিষদ (ইচিপ)। এর ফলে দেশজুড়ে চরম বিপাকে পড়েছেন রোগীরা।

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মনে করে রোগীদের জিম্মি করে চিকিৎসকদের কর্মবিরতি অমানবিক, অসাংবিধানিক ও মানবাধিকার পরিপন্থী।

গত কয়েকদিন থেকে পোষ্ট গ্র্যাজুয়েট ও ইন্টার্ন চিকিৎসকবৃন্দ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন। ফলে অনেক হাসপাতালে অস্ত্রোপচার বন্ধ। রোগী দেখছেন ওয়ার্ড বয় ও নার্স। রোগী ও চিকিৎসক উভয় ভোক্তা। এখানে ভোক্তা স্বার্থ লংঙ্ঘিত হচ্ছে।

ঔষধের লাগামহীন মূল্যবৃদ্ধি, মেয়াদোত্তীর্ণ ওষুধ, সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশি দামে কোনো কোনো ঔষধের দাম আদায় ইত্যাদি বহুবিধ সমস্যায় রোগীরা এমনিতেই জর্জরিত। চিকিৎসকদের কর্মবিরতিতে সরকারি হাসপাতালে রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করে তাঁদের যৌক্তিক ও ন্যায্য দাবি মেনে সমস্যার সমাধানের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে ক্যাব।