ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ভোক্তা-অধিকার রক্ষায় জেলার নেতৃবৃন্দদের জোরালো ভূমিকা পালনের লক্ষ্যে ক্যাম্পেইন করছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটি।
ক্যাম্পেইনে যুক্ত রয়েছেন ক্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি জামিল চৌধুরী এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া।
প্রথম ধাপে রংপুর ও খুলনা বিভাগের ক্যাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হচ্ছে। ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। ক্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর ধারাবাহিকতায় শুক্রবার (১৯ এপ্রিল) সকালে নীলফামারী, দুপুরে পঞ্চগড় এবং সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা ক্যাবের নির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যদের সাথে মতবিনিময় সভা করা হয়।
শনিবার সকালে দিনাজপুর, দুপুরে রংপুর এবং বিকেলে লালমনিরহাট জেলা ক্যাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হয়।
এদিকে রোববার সকালে কুড়িগ্রাম, দুপুরে গাইবান্ধা জেলা ক্যাবের সদস্যদের সাথে মতবিনিময় সভার মাধ্যমে রংপুর বিভাগের ক্যাম্পেইন শেষ করা হয়েছে।
সোমবার সকাল ৯টায় কুষ্টিয়ায়, বেলা ১২টায় মেহেরপুরে, বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় এবং সন্ধ্যা ৬টায় নড়াইল জেলা ক্যাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করা হবে।
একইভাবে মঙ্গলবার সকাল ৯টায় যশোর, বেলা ১২টায় সাতক্ষীরায়, বিকেল ৩টায় বাগেরহাট এবং সন্ধ্যা ৭টায় খুলনা জেলা ক্যাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা চলবে।
আগামী ২৪ এপ্রিল (বুধবার) বেলা ১২টায় ঝিনাইদহ এবং বিকেল ৩টায় মাগুরা জেলা ক্যাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে খুলনা বিভাগের ক্যাম্পেইন।
-এসএম