ক্যাবের জ্বালানি খাতে সংস্কার বিষয়ক সংবাদ সম্মেলন রোববার

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)- এর উদ্যোগে ‘জ্বালানি খাত সংস্কার চাই: ক্যাব‘ শীর্ষক সংবাদ সম্মেলন আগামী রোববার (০১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

ওইদিন দুপুর ১টা ৩০মিনিটে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি কনফারেন্স হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে মূল প্রস্তাবনা উপস্থাপন করবেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম।

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা ও ক্যাবের আইন উপদেষ্টা ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

আরও উপস্থিত থাকবেন ক্যাবের সহ-সভাপতি এস এম নাজের হোসাইন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবির ভূঁইয়া, কোষাধ্যক্ষ ড. মো. মুঞ্জুর-ই-খোদা তরফদার ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান (রাজু)।