ভোক্তাকণ্ঠ ডেস্ক: আগামী ০১ জুলাই থেকে পানির দাম ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে ঢাকা ওয়াসা। নতুন করে নির্ধারিত দাম অনুযায়ী- আবাসিক গ্রাহকদের জন্য প্রতি ১ হাজার লিটার পানির দাম নির্ধারণ করা হয়েছে ১৬ টাকা ৭০ পয়সা, যার দাম বর্তমানে ১৫ টাকা ১৮ পয়সা। আর বাণিজ্যিক গ্রাহকদের জন্য একই পরিমাণ পানির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪৬ টাকা ২০ পয়সা, যা বর্তমানে ৪২ টাকা। পানির মূল্য প্রায় ১০ শতাংশ বাড়ানোর এই সিদ্ধান্ত অন্যায়, অযৌক্তিক ও ভোক্তাস্বার্থবিরোধী। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
দুনীতি, অপচয় ও অব্যস্থাপনা রোধ করলে পানির মূল্য বৃদ্ধি করার প্রয়োজন হবে না বলে মনে করে ক্যাব।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি এমনিতেই জনজীবনকে আর্থিক ভাবে দারুণ চাপে ফেলেছে। মানুষ ভীষণ কষ্টে আছে। মূল্য সমন্বয়ের নামে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হয়েছে। একই কায়দায় ঢাকা ওয়াসাও পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বর্ধিত পানির দাম বহাল থাকলে জনমানুষের জীবনে দারুণতর আর্থিক কষ্টের বোঝা চাপিয়ে দেয়া হবে।
সেবার পরিবর্তে বাণিজ্যিক ধারায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা চালিয়ে সরকারের কাছ থেকে একদিকে ভর্তুকি নিয়ে অন্যদিকে কোম্পানির মুনাফা দেখিয়ে ঢাকা ওয়াসা যে লুণ্ঠনমূলক ব্যয় ও লুণ্ঠনমূলক মুনাফার প্রক্রিয়া তৈরি করেছে তা যেমন অগ্রণযোগ্য তেমনই জনস্বার্থের পরিপন্থি।
ইতোপূর্বে উচ্চ আদালতে ক্যাবের দায়েরকৃত এক রিটের মাধ্যমে আদালত বিধি প্রণয়ন না করে পানির মূল্য নির্ধারণ করা কেন অবৈধ ঘোষণা করা হবে না সে বিষয়ে রুল জারি করেছেন। বিধি প্রণয়ন ছাড়াই পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত তাই অনায্য ও অযৌক্তিক। ক্যাব ঢাকা ওয়াসার এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানাচ্ছে।
অতিরিক্ত গরমের তাপে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপে দিশেহারা জনগণকে পানির মূল্য বাড়িয়ে জীবনকে বিপর্যস্ত না করার জন্য ঢাকা ওয়াসা পানির দাম বাড়ানোর এই সিদ্ধান্ত প্রত্যাহার করবে, জনস্বার্থে তাদের শুভবুদ্ধির উদয় হবে ক্যাব সেটাই দেখতে চায়।