মো. শামীম হোসেন: কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাথে ক্যাবের ঠাকুরগাঁও জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) সেমিনার হলে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি জামিল চৌধুরী।
গেস্ট আব অর্নার হিসেবে উপস্থিত ছিলেন ক্যাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়াসহ ক্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যাবের ঠাকুরগাঁও জেলা কমিটির অন্যান্য সহ-সভাপতি সহ সকল সদস্যবৃন্দ এবং সকল উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন ক্যাবের ঠাকুরগাঁও জেলা কমিটির সহ-সভাপতি যামিনী কুমার রায়। স্বাগত বক্তব্য প্রদান করেন ক্যাবের ঠাকুরগাঁও জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন।
সভাটি সঞ্চালনা করেন ক্যাবের ঠাকুরগাঁও জেলা কমিটির প্রচার সম্পাদক মো. সুজন খান।
ভোক্তার স্বার্থে ও ভোক্তা-অধিকার এবং ভোক্তা স্বার্থ সংরক্ষণে, খাদ্য দূষণ ও খাদ্যে ভেজাল প্রতিরোধ, সঠিক ওজন, স্বাস্থ্যসম্মত খাদ্য যেন ঠাকুরগাঁও জেলার সকল পর্যায়ের ভেক্তারা পান সে বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। এমনকি ঠাকুরগাঁও জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমে ক্যাবের ঠাকুরগাঁও জেলা কমিটি এবং ঠাকুরগাঁওয়ের সকল উপজেলা কমিটির সকল সদস্যদের এ বিষয়ে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও, ক্যাবের সার্বিক কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য ক্যাব ঠাকুরগাঁওয়ের সাথে ক্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির যোগাযোগ বৃদ্ধি করাসহ কিছু সুনির্দিষ্ট সুপারিশ ক্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিনিধিদের কাছে উপস্থাপন করা হয়।