বিশ্বসাহিত্য কেন্দ্রে ক্যাবের সেমিনার রোববার

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর উদ্যোগে ‘Sustainable Consumption: Reducing Food Waste and Loss for a Greener Bangladesh’ শীর্ষক একটি সেমিনার আগামী রোববার (০৬ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত হবে।

ওইদিন বেলা ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে চেয়ারম্যান জাকারিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গ্লোবাল হেলথ এডভোকেসি ইনকিউবেটরের কান্ট্রি লিড অ্যাডভোকেট মুহাম্মদ রুহুল কুুদ্দুস ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন।

মূল নিবন্ধ উপস্থাপন করবেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি’র অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. গোলাম রসুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ক্যাবের ভারপ্রাপ্ত সভাপতি জামিল চৌধুরী।