ভোক্তাকণ্ঠ রিপোর্ট: খুলনায় শিক্ষার্থী ও সিভিল সোসাইটির সঙ্গে ‘জ্বালানি রূপান্তর নীতি -পরিবেশ সুরক্ষা-ভোক্তা অধিকার’ বিষয়ে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)- এর সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত খুলনা প্রেস ক্লাবের ভিআইপি লাওঞ্জে ‘সিভিল সোসাইটি ও শিক্ষার্থীদের সঙ্গে সংলাপ: জ্বালানি রূপান্তর নীতি-পরিবেশ সুরক্ষা-ভোক্তা অধিকার’ শিরোনামে এ সংলাপের আয়োজন করা হয়।
ক্যাব খুলনা জেলার সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিডের সঞ্চালনায় ক্যাব খুলনা জেলা শাখার সহ-সভাপতি ড. শেখ বাহারুল আলম সংলাপে সভাপতিত্ব করেন।
সংলাপে জ্বালানি রূপান্তর, ভোক্তা-অধিকার ও পরিবেশ সুরক্ষা বিষয়ে আলোচনা করেন ক্যাবের রিসার্চ কো-অর্ডিনেটর প্রকৌশলী শুভ কিবরিয়া।
ক্যাব প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি-২০২২ বিষয়ে আলোকপাত করে তিনি বলেন, ‘জ্বালানি সংকট চলছে দুনিয়াজুড়ে। চলছে জ্বালানি রূপান্তর। কার্বনযুক্ত জ্বালানি থেকে কার্বনমুক্ত নবায়নযোগ্য জ্বালানিতে যাত্রার এই রূপান্তর পথে হঠাৎ এসে হাজির হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। পৃথিবীব্যাপী শুরু হয়েছে জ্বালানি সংকট। তার প্রভাব পড়ছে বাংলাদেশের অর্থনীতিতেও। ইতোমধ্যে সব জিনিসের দাম বেড়েছে। ফলে, জ্বালানির বিষয়ে আমাদের সচেতনতা বাড়াতে হবে। জ্বালানি রূপান্তর বিষয়ে আমাদের তরুণ সমাজকে অবহিত হতে হবে।’
তিনি আরও বলেন, ‘সব বিষয়ে প্রশ্ন তুলতে হবে। জ্বালানির দাম কেন বাড়ছে, তা কতটুকু যৌক্তিক সেটা আমাদের প্রশ্ন করে জানতে হবে। জ্বালানি নিরাপত্তা, জ্বালানি অধিকার নিশ্চিত করতে হলে আমাদের আরও সজাগ হতে হবে। জ্বালানি রূপান্তর পথনকশায় আমাদের ভোক্তা অধিকার, পরিবেশ অধিকার কতটুকু সুরক্ষিত, সে বিষয়ে আমাদের অজ্ঞতা আমাদের নাগরিক অধিকারকেই ক্ষুণ্ণ করবে।’
জ্বালানি নিরাপত্তা-জ্বালানি অধিকার-পরিবেশ সুরক্ষা-ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি হতে পারে সে বিষয়ে বিশদ ব্যখ্যা দিয়ে প্রকৌশলী শুভ কিবরিয়া জ্বালানি সংকট, দেশের বিদ্যুত পরিস্থিতি, ভোক্তাদের করণীয়, ক্যাবের ভূমিকা সম্পর্কে অবহিত করেন।
প্রায় শতাধিক সুধীজন ও শিক্ষার্থীর উপস্থিতিতে সংলাপে ভোক্তার অধিকার, জ্বালানি রূপান্তর, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ সুরক্ষা ইত্যাদি বিষয়ে শিক্ষার্থী-সুধীজনদের নানা কৌতুহলী প্রশ্নেরও উত্তর দেয়া হয়। আলোচনা শেষে ‘স্টুডেন্ট ফোরাম ফর এনার্জি ট্রনিজিশন’ স্থানীয় শাখা গঠনের বিষয়ে প্রাথমিক আলোচনা করা হয়।
এ আলোচনা অনুষ্ঠানে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি এডভোকেট কুদরত-ই-খুদা, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) ডি কে হালদার, আইআরভি খুলনার কাজী জাভেদ খালিদ জয়, অ্যাকশান-এইড বাংলাদেশ’র শমসের আলী, নিরাপদ কৃষি আন্দোলন মঞ্চ- এর বাহলুল আলম-সহ আরও অনেকে।
আলোচনা শেষে সামাজিক গবেষণার নিমিত্তে ক্যাব কর্তৃক প্রস্তুতকৃত একটি প্রশ্নপত্র শিক্ষার্থীরা পূরণ করেন।