ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ক্যাবের সংলাপ অনুষ্ঠিত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৩১ অক্টোবর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ লাইব্রেরি মিলনায়তনে ‘জ্বালানি রূপান্তর ও ক্যাব প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি ২০২২’ শিরোনামে এ সংলাপের আয়োজন করা হয়।

আলোচনার সূত্রপাত করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মিজানুর রহমান। তিনি অনবায়নযোগ্য জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানির বর্তমান প্রেক্ষিত তুলে ধরেন। নবায়নযোগ্য জ্বালানিতে কেন আমাদের যেতে হবে সে বিষয়ে আলোকপাত করেন। 

মুখ্য আলোচক ক্যাবের গবেষণা বিভাগের সমন্বয়ক প্রকৌশলী শুভ কিবরিয়া ক্যাব প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি-২০২২ বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, জ্বালানি সংকট চলছে দুনিয়াজুড়ে। চলছে জ্বালানি রূপান্তর। কার্বনযুক্ত জ্বালানি থেকে কার্বনমুক্ত নবায়নযোগ্য জ্বালানিতে যাত্রার এই রূপান্তর পথে আমাদের অবস্থান কোথায়? এই জ্বালানি রূপান্তর পথনকশায় আমাদের ভোক্তা অধিকার, পরিবেশ অধিকার কতটুকু সুরক্ষিত? জ্বালানি নিরাপত্তা-জ্বালানি অধিকার-পরিবেশ সুরক্ষা-ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি হতে পারে সে বিষয়ে বিশদ ব্যাখ্যা দেন। ভোক্তা অধিকার বিষয়ে শিক্ষার্থীদের ভূমিকা ও করণীয় সম্পর্কেও আলোচনা করে জ্বালানি রূপান্তর নীতির বাস্তবায়নে বাধা ও করণীয় কি, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। জ্বালানি সংকট, দেশের বিদ্যুৎ পরিস্থিতি, ভোক্তাদের করণীয়, ক্যাবের ভূমিকা সম্পর্কে অবহিত করেন তিনি। 

প্রায় ১০০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে এ আলোচনা অনুষ্ঠানে ভোক্তার অধিকার, জ্বালানি রূপান্তর, নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ সুরক্ষা ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীদের নানা কৌতুহলী প্রশ্নেরও উত্তর দেয়া হয়।

আলোচনা শেষে ‘স্টুডেন্ট ফোরাম ফর এনার্জি ট্রনিজিশন’ স্থানীয় শাখা গঠনের বিষয়ে প্রাথমিক আলোচনা করা হয়। 

অনুষ্ঠানের সমাপনী টানেন এই অনুষ্ঠানের সভাপতি বিভাগীয় প্রধান, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক বিভাগ, জনাব মো. ছানোয়ার হোসেন।