‘জ্বালানি রূপান্তর ও তারুণ্যের দায়’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর উদ্যোগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের তরুণদের নিয়ে ‘জ্বালানি রূপান্তর ও তারুণ্যের দায়’ শিরোনামে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ভার্চ্যুয়ালী এ সংলাপের আয়োজন করা হয়।

ক্যাবের গবেষণা সমন্বয়ক প্রকৌশলী শুভ কিবরিয়ার সঞ্চালনায় সংলাপে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তরুণ চিন্তক, গবেষক, লেখক ও সাংবাদিক ড. কাজল রশীদ শাহীন।

আলোচনায় মুখ্য আলোচক বলেন, তারুণ্যের শক্তি, প্রচলিত যা তাকে প্রশ্ন করা। যা অকল্যাণকর তাকে পাল্টে ফেলার জন্য দ্রোহ করা। তারুণ্য সমষ্টির বেদনাকে ধারণ করে, তাকে বদলাতে চায়। তারুণ্যের দায় তাই সমূলে উৎপাটিত করে লুণ্ঠন ও বৈষম্যকে। তাদের দরদ, সমষ্টির জনকল্যাণ প্রতিষ্ঠায়।

ন্যায্য জ্বালানি রূপান্তর তখনই সম্ভব হবে, যখন তারুণ্যের এই বোধদয় সক্রিয় ভাবে ক্রিয়াশীল হবে। কেননা তরূণরাই আগামী দিনের দেশচালক। তরুণরা উদ্ভুদ্ধ ও সক্রিয় হলেই সহজতর হবে জ্বালানি রূপান্তর, ঘটবে গ্রীন জব তৈরির অবারিত সুযোগ।

আলোচনা ও প্রশ্নোত্তরের মধ্য দিয়ে এই আয়োজন, সেই লক্ষ্যেই তরুণদের দায়কে জাগিয়ে তুলে দরদ প্রতিষ্ঠার অভিপ্রায়কেই মুখ্য করেছে।