বরিশাল পলিটেকনিকে নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে যুবসম্পৃক্ততা সৃষ্টিতে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে ক্যাবের সংলাপ অনুষ্ঠিত

ভোক্তাকণ্ঠ রিপোর্ট : বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে যুবসম্পৃক্ততা সৃষ্টিতে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর উদ্যোগে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে ‘জ্বালানি রুপান্তর, নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন ও যুবসম্পৃক্ততা’ শিরোনামে আয়োজিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. রুহুল আমিন।

বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রকৌশলী বাবু সাহা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাব বরিশাল জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাই মাহবুব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রনজিৎ দত্ত।

সেমিনারে প্রতিষ্ঠানটির ডিপ্লোমা ইলেকট্রিক্যাল বিভাগ এবং সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব তুলে ধরা এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়।

‘জ্বালানি রুপান্তর, নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন ও যুবসম্পৃক্ততা’ শিরোনামের সংলাপে মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন ক্যাবের কো-অর্ডিনেটর (রিসার্চ) প্রকৌশলী শুভ কিবরিয়া।

প্রকৌশলী শুভ কিবরিয়া জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানির যাত্রাপথে বা জ্বালানি রূপান্তরে আমরা কোথায় আছি, কোথায় যেতে চাই, আমাদের করণীয় কি, শিক্ষার্থীরা কোথায় তাদের ভূমিকা রাখতে পারে- সে বিষয়ে বিশদ আলোচনা করেন।

তিনি আরও বলেন, ভোক্তার জ্বালানি অধিকার সংরক্ষণে অবিরত কাজ করছে ক্যাব৷ ভোক্তা যাতে সঠিক ও ন্যায্যমূল্যে জ্বালানি পান এবং এই খাতের লুণ্ঠনমূলক ব্যয় নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়েও সোচ্চার রয়েছেন ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. এম শামসুল আলম।

বিশেষ অতিথির বক্তব্যে ক্যাবকে ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ প্রকৌশলী বাবু সাহা বলেন, আজকের এই আলোচনার মাধ্যমে ক্যাবের প্রতিনিধিরা আমাদের উপলব্ধি করিয়েছেন, আমাদের পথ দেখিয়েছেন যে, নাগরিক হিসেবে আমাদের একটা দায়িত্ব রয়েছে। আমরা যদি সেই বিষয়ে সচেতন থাকি, তাহলে আমাদের নিজের, পরিবার এবং সমাজের জন্য এটা উপকারে আসবে।

তিনি আরও বলেন, আজকে এখানে হয়তো সকল শিক্ষার্থীকে জায়গা দিতে পারিনি। কিন্তু এখানে তোমরা যারা রয়েছো, তারা একেকজন প্রতিনিধি হয়ে যে বিষয়গুলো অবলোকন করেছো, তা তোমার সহপাঠী, পরিবার এবং সমাজকে এই শিক্ষা ছড়িয়ে দিতে হবে। এখানে ভোক্তার অধিকার সম্পর্কে যা জানতে পেরেছি, এই জানাটাকে আমাদের সকল ক্ষেত্রে কাজে লাগাতে হবে। তবেই ভোক্তার অধিকার নিশ্চিত হবে।

সেমিনারে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক এবং বরিশাল ক্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ‘স্টুডেন্ট ফোরাম ফর এনার্জি ট্রানজিশন’ গঠন নিয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়।

এসএম