‘ক্যাব প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি ও কর্মপরিকল্পনা’ শীর্ষক নাগরিক সংলাপ রোববার অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টায় রাজধানীর তোপখানা রোডের সিরডাপের এ টি এম শামসুল হক মিলনায়তনে এ সংলাপের আয়োজন করবে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম।
সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক বদরুল ইমাম, অনারারি অধ্যাপক, ভূতত্ত্ব বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক ড. ইজাজ হোসেন, সাবেক অধ্যাপক, বুয়েট, জ্বালানি ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ; অধ্যাপক এম এম আকাশ, অর্থনীতিবিদ, চেয়ারম্যান ব্যুরো অব ইকোনমিক রিসার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়; শামসুল হুদা, নির্বাহী পরিচালক, এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি); স্থপতি ইকবাল হাবিব, সহ-সভাপতি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা); অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, আইন উপদেষ্টা, ক্যাব।
নাগরিক সংলাপে সভাপতিত্ব করবেন ক্যাবের সভাপতি গোলাম রহমান।
নাগরিক সংলাপে ধন্যবাদ জ্ঞাপন করবেন ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া।