ভোক্তাকণ্ঠ রিপোর্ট: ন্যায্য জ্বালানি রূপান্তরের বিষয়ে তরুণদের সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে ‘তরুণদের সঙ্গে সংলাপ: সংবিধানের আলোকে জ্বালানি সুবিচার’ শীর্ষক সংলাপের আয়োজন করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ভার্চ্যুয়ালী এ সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংবিধান বিষয়ক গবেষক, সংবিধান বিষয়ে বহু গ্রন্থের প্রণেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী আরিফ খান।
সংলাপে দিনাজপুর সরকারি কলেজ, রাজশাহী কলেজ, আদিতমারি কলেজ, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী যুক্ত ছিলেন। রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত চলা আলোচনাটি ভোক্তাকণ্ঠের ফেসবুক পেইজে লাইভ করা হয়।
অনলাইনে যুক্ত শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন মুখ্য আলোচক।
ক্যাবের গবেষণা সমন্বয়ক প্রকৌশলী শুভ কিবরিয়ার সঞ্চালনায় জ্বালানি রূপান্তর, ভোক্তার জ্বালানি অধিকার, জ্বালানি সুবিচার, ন্যায্যতা, সমতাসহ বিবিধ বিষয়ে শিক্ষার্থীদের নানাবিধ কৌতুহলী প্রশ্নোত্তরের মধ্য দিয়ে সংলাপের সমাপ্তি হয়।
কেআর