ক্যাবের জ্বালানি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ‘সরকারি দল’

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উদ্যোগে ‘জ্বালানি বিষয়ক সংসদীয় প্রদর্শনী বিতর্ক-২০২৪’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সরকারি দল।

গত বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে ভার্চুয়ালী এই বিতর্কের আয়োজন করে ভোক্তা-অধিকার নিয়ে কাজ করা সংগঠনটি।

বিতর্কের প্রস্তাবনা ছিল ‘এই সরকার মনে করে, জ্বালানি সুবিচার নিশ্চিত হলেই কমবে জ্বালানির দারিদ্র্যতা’।

এতে সরকার দলের প্রতিযোগী ছিলেন- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম মোন্তাছির রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি জান্নাতুল ফেরদৌস এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি তানজিম আহমেদ।

বিরোধী দলে ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি জুবায়ের হোসেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি (ইংরেজি বিতর্ক) খায়রুন নাহার মুন্নী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশনের সদস্য হাসিব বিন আব্দুল হাই।

বিতর্ক প্রতিযোগিতায় সেরা বক্তা হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি তানজিম আহমেদ।

প্রতিযোগীতায় বিচারক ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেটিং এসোসিয়েশনের সাবেক সভাপতি রক্তিম মিলন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশনের সাবেক সহ-সভাপতি জাফর সাদিক।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ডিবেটিং এসোসিয়েশনের সাবেক বিতার্কিক মো. সোহানুর রহমান সোহানের সঞ্চালনায় স্পিকারের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সহ-সভাপতি উত্তম রায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ক্যাবের সমন্বয়ক (গবেষণা) প্রকৌশলী শুভ কিবরিয়া, ক্যাবের ভোক্তা-অধিকার নিষ্পত্তি কমিটির সদস্য সচিব আলমগীর কবির, কথা সাহিত্যিক ড. মোহাম্মদ সাজেদুল ইসলাম এবং ক্যাবের জাস্ট এনার্জি ট্রানজিশনের প্রকল্প সমন্বয়ক মারুফা কলি।

-এবি