সোলার সিস্টেম বিষয়ে চুয়েট শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিল ক্যাব

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নের লক্ষ্যে সোলার সিস্টেমের বিকাশে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে ঢাকার সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সোলার ল্যাবে বিশেষ ব্যবহারিক ক্লাস, প্রশিক্ষণ সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

‘ট্রেইনিং অন ইন্ট্রোডাকশন অব সোলার সিস্টেম প্লানিং, ডিজাইন, ইন্সটলেশন এন্ড অপারেশন ফর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট’ শীর্ষক এই প্রশিক্ষণে চট্টগ্রাম ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির (চুয়েট) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের মধ্যে ১০ জন ছাত্রী ও ১৫ জন ছাত্র।

গত ০৬ ও ০৭ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সরেজমিনে হাতে-কলমে সাভারের আশুলিয়ায় অবস্থিত ডিআইইউ’র ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সোলার ল্যাবে এ ল্যাব ক্লাস সম্পন্ন করা হয়।

এই প্রশিক্ষণ তাত্ত্বিক ও ব্যবহারিক দুই পর্বে বিভক্ত ছিল। ২০ থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনলাইনে ১১টি তাত্ত্বিক ক্লাস সম্পন্ন হয়। ০৬ ও ০৭ সেপ্টেম্বর (শুক্র-শনিবার) দুই দিন ব্যবহারিক ক্লাস হয়।

এই প্রশিক্ষণে কারিগরী বিষয় ছাড়াও ‘সংবিধানের আলোকে জ্বালানি সুবিচার’ শিরোনামে একটি বিশেষ ক্লাস নেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংবিধান বিষয়ক গবেষক আরিফ খান। ‘ন্যায্য জ্বালানি রূপান্তর ও যুবসমাজের সম্পৃক্ততা’ বিষয়ে আরেকটি ক্লাস নেন শুভ কিবরিয়া।

 

ট্রেনিং কোর্সটি পরিচালনা করেন ক্যাবের কো-অর্ডিনেটর (রিসার্চ) প্রকৌশলী শুভ কিবরিয়া।

ল্যাব ক্লাসে প্রশিক্ষণ পরিচালনা করেন ডিআইইউ’র ইইই বিভাগের প্রভাষক (ল্যাব) প্রকৌশলী সিহাব উদ্দিন।

ট্রেইনিং শেষে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন ডিআইইউ’র প্রকৌশল অনুষদের ডিন এবং ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম।

এনগেজমেন্ট, ল্যাব এক্সপেরিমেন্ট, রুফটপ সোলার প্লান্ট ভিজিট, ওপেক্স মডেল আলোচনা, কাজের রিভিউ, হাতে-কলমে তিন ধরনের সোলার সিস্টেম পরিচিতি ও সোলার সিস্টেম ডিজাইন প্রতিযোগীতা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়।

এ বিষয়ে প্রশিক্ষণার্থী মো. আলামিন ইসলাম বলেন, ‘দুই দিনব্যাপী এই ক্লাসের মাধ্যমে সোলার প্যানেল কিভাবে তৈরি করা হয়, সে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছি। এছাড়াও, এর মাধ্যমে আমরা জ্বালানি সংশ্লিষ্ট অজানা অনেক বিষয় জানতে পেরেছি। সেই সাথে জানতে পেরেছি নাগরিক হিসেবে আমাদের জ্বালানি অধিকার সম্পর্কেও। এই শিক্ষার মাধ্যমে আমরা দেশের নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারবো।’

এ সময় ক্যাবের এমন আয়োজনে সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতে এমন প্রশিক্ষণের ব্যবস্থা আরও করার আহ্বান জানান শিক্ষার্থীরা।

প্রশিক্ষক প্রকৌশলী সিহাব উদ্দিন বলেন, ‘এই ল্যাব ক্লাসে শিক্ষার্থীদের সোলার সিস্টেমের উপর প্রশিক্ষণ দেয়া হয়েছে। এর মাধ্যমে তারা সোলার প্যানেল তৈরি এবং নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে প্রয়োজনীয় তথ্য জানতে পেরেছে।’

সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড. এম শামসুল আলম বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানি উন্নয়নে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে আমরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়েছি। এ বিষয়ে সুশীল সমাজসহ সবাইকে সচেতন করার চেষ্টা করছি। আমরা চাই জ্বালানি নিরাপত্তায় সবাই এগিয়ে আসুক।’

তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা তোমাদেরকে নিয়ে ২০২৫ সালের ডিসেম্বরে একটি গ্রীন পার্লামেন্ট গঠন করবো। যেখানে তোমরা তোমাদের কথা বলবে, তোমরা দেশের সমস্যার কথাগুলো বলবে। আমরা তোমাদের সমস্যার কথা শুনবো। তোমরা জ্বালানি সমস্যার কথা বলবে এবং সেটার সমাধানের পথ দেখিয়ে দেবে।’

উল্লেখ্য, ১৯৭৮ সাল থেকে বাংলাদেশে ভোক্তার অধিকার নিয়ে কাজ করছে জাতীয় সংগঠন ক্যাব। ক্যাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট ও বই উপহার প্রদান করা হয়।

-এসএম