কোটি টাকা নিয়ে উধাও ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ। ১৬ আগস্ট দুই শতাধিক ভুক্তভোগী রাত পৌনে ৮টার দিকে
গুলশান-১ এর ১৩৭ নম্বর রোডে অবস্থিত ই-অরেঞ্জের কার্যালয় থেকে মিপুর-১২ তে অবস্থিত মাশরাফি বিন মর্তুজার
বাসায় আলোচনার জন্য রওয়ানা দেন।
প্রতিষ্ঠানটির সাথে মাশরাফি বিন মর্তুজা সংশ্লিষ্ট রয়েছে। এক ভুক্তভোগী বলেন, তার সঙ্গে আমাদের ফোনে কথা হয়েছে।
তিনি আমাদের বলেছেন তার বাসায় যেতে। সেখানে আমাদের দাবি-দাওয়া নিয়ে তার সঙ্গে কথা হবে।
ভুক্তভোগী আরও বলেন, সুপারশপ স্বপ্ন থেকে ডাবল ভাউচারের জন্য টাকা পরিশোধ করেছিলাম ই-অরেঞ্জে। তারা বলেছিল,
১০ হাজার টাকার ভাউচার কিনলে দ্বিগুণ অর্থাৎ ২০ হাজার টাকার ভাউচার পাওয়া যাবে।
আজ বিকেলে গুলশান-১ এর মাঝামাঝি রাস্তায় অবস্থান নেন। এ সময় সড়কে যানচলাচলে বিঘ্ন ঘটে। পরে তারা ই-অরেঞ্জের
কার্যালয়ের সামনে চলে আসেন।
ই-অরেঞ্জ নামের ই-কমার্স সাইট ১৮ জুলাই ই-অরেঞ্জ একটি ডেলিভারি ডেট প্রকাশ করে এবং পরবর্তীতে লকডাউনের দোহাই দিয়ে ডেলিভারি বন্ধ করে দেয়। পরে জানায় লকডাউন শেষ হলে ডেলিভারি কার্যক্রম পুনরায় শুরু হবে। লকডাউন শেষ হওয়ার আগের দিন ১০ আগস্ট তারা আবার নতুন করে ১৬ আগস্ট ডেলিভারির তারিখ প্রকাশ করে।
৪০ জন গ্রাহক মোটরসাইকেল নিয়ে গুলশান-২ মোড়ে আসেন। পরে তারা সেখান থেকে গুলশান-১ এর দিকে চলে যান, জানান গুলশান থানার ইন্সপেক্টর আমিনুল ইসলাম।
আরো সংবাদ দেখুন: টাকা পেয়েই ক্রেতাকে ব্লক, কচ্ছপ গতিতে ডেলিভারি দিচ্ছে REDX, দারাজের পণ্যে গুণগত মানের নিশ্চয়তা নেই, Transcom Electronics এর বিরুদ্ধে ক্রেতা হয়রানির অভিযোগ
ভোক্তাকণ্ঠ ই-অরেঞ্জ দ্বারা প্রতারিতরা ই-অরেঞ্জ দ্বারা প্রতারিতরা