অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে অভিযান অব্যাহত রয়েছে বিআরটিএর। অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে রোববার ঢাকা মহানগরে ১২টি স্পটে বিআরটিএর ৯টি ভ্রাম্যমাণ আদালত ৪৩টি বাসকে ১ লাখ ৫২ হাজার টাকা জরিমানা করেছে।
বিআরটিএ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি জানায়, ভ্রাম্যমাণ আদালত আজ ১৭৪টি ডিজেলচালিত ও ২টি সিএনজিচালিতসহ মোট ১৭৪টি বাস-মিনিবাস পরিদর্শন ও পরীক্ষা করে এবং বাড়তি ভাড়ার বিষয়টি যাচাই-বাছাই করে দেখেন। এতে ৪৩টি ডিজেলচালিত বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অপরাধের প্রমাণ পাওয়া যায়। এছাড়া একই অপরাধের পুনরাবৃত্তি কারণে ৪টি বাসকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে এবং চার দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম ও উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় তদারকি করেন। অভিযানকালে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যরাও উপস্থিত ছিলেন।