ভোক্তাকন্ঠ ডেস্ক: সয়াবিনের পর এবার পাম তেলের দাম কমিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে পাম তেলের নতুন দর নির্ধারণ করেছে। এখন থেকে প্রতি লিটার পাম তেল ১৩০ টাকা দরে বিক্রি হবে। এতদিন এই তেলের প্রতি লিটারের দাম ছিলো ১৩৩ টাকা।
মঙ্গলবার ওই বৈঠকের পর বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচির(অভ্যন্তরীণ বাণিজ্য) এ এইচ এম সফিকুজ্জামান সমকালকে বলেন, ‘কর ছাড়সহ বিভিন্ন বিষয় বিবেচনা করে ভোজ্যতেলের দর পুনরায় নির্ধারণ করা হয়েছে। গত রোববার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। আজ পাম তেলের দাম নির্ধারণ করা হল।’