মূল্য না-লেখা মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্যদ্রব্য পাওয়া গেছে রাজধানীর গুলশানের লেক ভিউ ক্লিনিকে। এছাড়া পাওয়া গেছে এডিস মশার লার্ভা। এতে ক্লিনিকটির নামে তিনটি মামলা দিয়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ নভেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী, ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা এবং ম্যাজিস্ট্রেট তাপস শীল এ আদালত পরিচালনা করেন।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় একটি মামলায় ৫০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য রাখায় একটি মামলায় ৫০ হাজার টাকা এবং অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ও মূল্যবিহীন ওষুধ রাখার মামলায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।