ভোক্তাকন্ঠ ডেস্ক: নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে চট্টগ্রামের খাতুনগঞ্জ, রিয়াজউদ্দিন বাজার, বহদ্দারহাট ও কাজরি দেউড়ী বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত দামে পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১ লাখ ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৯ এপ্রিল) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এ অভিযান চলে।
চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম। তিনি বলেন, বেশি দামে তেল, লবণ, মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রি ও দোকানে পণ্য মূল্য তালিকা না থাকায় ৬ ব্যবসায়ীকে মামলা দেওয়া হয়েছে। মামলায় তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সকালে খাতুনগঞ্জে শুরু হওয়া অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক। অভিযান চলে দুপুর পর্যন্ত। এ সময় বিভিন্ন পাইকারি দোকানে ক্রয় ও বিক্রয় রশিদের পাশাপাশি মূল্য তালিকা পরীক্ষা করা হয়। অনিয়ম পাওয়ায় ইবনাত ট্রেডিং, আকমল ট্রেডিং ও নাইফ ট্রেডার্সকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা অভিযান পরিচালনা করেন এছাড়া নগরীর বহদ্দারহাট এলাকায়। তিনি বলেন, বিভিন্ন অপরাধে ৫ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ব্যবসায়ীদের। আর নগরীর কাজির দেউড়ী বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাতের নেতৃত্বে অভিযান চালিয়ে ১১ মামলায় ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।