চট্টগ্রাম, ৭ মে মঙ্গলবারঃ আজ থেকে শুরু হওয়া রোজার প্রথম দিনে চট্টগ্রাম শহরের অক্সিজেন এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছে। আজ সকালে পরিচালিত অভিজানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হাসান। রোজার মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অসাধু ব্যবসায়ীদের শাস্তি প্রদানে এ ধরনের অভিযান নিয়মিত করা হবে বলে তিনি জানান।
আজকের অভিযানে, চট্টগ্রামে নির্ধারিত গরুর মাংসের মূল্য কেজি প্রতি ৫৩০ টাকার চাইতে বেশী রাখায়, তিন মাংস ব্যবসায়ী বাদশা, আজগর আলী এবং শুক্কুর’কে সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উল্লেখ্য, এ তিন বিক্রেতা ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছিল। একই সময় নির্ধারিত মূল্যের চাইতে বেশী দামে সবজি বিক্রি করায় ইসমাইল, আব্দুল হক, ইসমাইল, কাঞ্চন ও মানিক নামের চার সবজি বিক্রেতাকে আড়াইহাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযানকালে বিএসটিআই ও ক্যাবের প্রতিনিধি, বাজার কমিটির নেতাসহ পুলিশ সদস্যরা অংশ নেন।