ভোক্তাকন্ঠ ডেস্ক: বেশি দামে পণ্য বিক্রি ও পণ্যের মূল্যতালিকা না থাকায় চট্টগ্রামের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের মনিটরিং টিম।
মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীসা ও মাসুমা জান্নাত।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার নগরীর সদরঘাট, কোতোয়ালি, ডবলমুরিং, বায়েজিদ, খুলশী, পাঁচলাইশ, আকবরশাহ, পাহাড়তলী ও হালিশহর এলাকার বাজার মনিটরিং করেন দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মনিটরিংকালে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ও বেশি দামে পণ্য বিক্রি করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।