ভোক্তাকন্ঠ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আট প্রতিষ্ঠানকে এক লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১১টা থেকে নগরীর হালিশহর ও বন্দর থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
তেলের বোতলের মূল্য ঘষামাজা করে বেশি দামে বিক্রির জন্য সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য সংরক্ষণ ও মোড়কজাত বিধি অনুসরণ না করাসহ বেশ কয়েকটি অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, অভিযানে হালিশহর থানাধীন ঈদগাহ বরফকল এলাকার জননী স্টোরকে এক লাখ টাকা, রূপসা ফুড প্রোডাক্টসকে ১৫ হাজার টাকা ও খাজা আজমীর বয়লার হাউজকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে বন্দর থানা এলাকার বন্দর নতুন বাজারের মোমিন স্টোরকে তিন হাজার টাকা, বেলাল স্টোরকে পাঁচ হাজার, পুরাতন পোর্ট মার্কেট এলাকার গরিবে নেওয়াজ স্টোরকে ১৫ হাজার টাকা, ইপিজেড থানা এলাকার আলী শাহ মার্কেটের সন্দ্বীপ স্টোরকে দুই হাজার ও আমির স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।