ভোক্তাকন্ঠ ডেস্ক: পচা ও বাসি খাবার বিক্রির অভিযোগে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্ন্যাক্স অ্যান্ড টি স্টলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের ডিসিও ইতি ধর।
তিনি বলেন, স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষমাণ এক যাত্রী স্ন্যাক্স অ্যান্ড টি স্টলে গিয়ে বিরিয়ানি অর্ডার করেন। মুখে দিয়ে বুঝতে পারেন বিরিয়ানি বাসি হয়ে গেছে। পরে তিনি বিষয়টি রেলওয়েকে অবহিত করেন। এরপর আমরা অভিযানে গিয়ে ওই দোকানে পচা-বাসি বিরিয়ানি, রোল, কাটলেট বিক্রির প্রমাণ পেয়েছি।
তিনি বলেন, খাবার পরিবেশনের কক্ষটিও অপরিষ্কার-অপরিচ্ছন্ন অবস্থায় দেখা গেছে। তাই দোকানটিকে আজ পাঁচ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়েছে। তাদের এক সপ্তাহের পর্যবেক্ষণে রাখা হবে।
এক ঘণ্টার জন্য দোকানটি বন্ধ রাখা হলেও, জরিমানার পর তা আবারও খুলে দেওয়া হয়।