ভোক্তাকন্ঠ ডেস্ক:
জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ক্ষতিপূরণ তহবিল সংগ্রহ বিষয়ক আলোচনায় একমত হতে পারেননি বিশ্বনেতারা। এই আলোচনা মন্থর গতিতে চলছে বলেও অভিযোগ পরিবেশবাদীদের। বিষয়টি নিয়ে স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান কপ২৬ জলবায়ু সম্মেলনে সোমবার (৮ নভেম্বর) থেকে মন্ত্রী পর্যায়ে আলোচনা শুরু হবে।
উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী, বাংলাদেশসহ উন্নয়নশীল দেশকে ২০২০ সাল থেকে প্রতি বছর ১০০ বিলিয়ন ডলার দেওয়ার কথা ছিল। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। এরপরও চলতি বছরের মধ্যেই কীভাবে সেই প্রতিশ্রুতি আদায় করা যায় তা নিয়ে আলোচনা চলছে। তবে বিশ্বনেতারা এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি। এই আলোচনা সফল হলে ২০২২ সাল থেকে শুরু হবে অর্থছাড়।
এ প্রসঙ্গে পরিবেশ, বন ও জনবায়ু পরিবর্তন বিষয়ক সংদীয় কমটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, ‘আলোচনা চলছে। আশা করছি, এবার অগ্রগতি হবে। এবারও আলোচনায় ছিল ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ১০০ বিলিয়ন ডলারের তহবিল নিশ্চিত করা নিয়ে। ক্লাইমেট ভালনারেবল ফোরামের আলোচনাসহ প্রতিটি ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস উঠে আসে।’
জলবায়ু সম্মেলন বিষয়ক বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য ও জলবায়ু বিশেষজ্ঞ ড. আতিকুর রহমান বলেন, উন্নয়নশীল দেশগুলোর মাথাপিছু কার্বন নিঃসরণ উন্নত দেশগুলোর চেয়ে কম; অতীতে বিপুল পরিমাণ কার্বন নিঃসরণের দায়ভারও উন্নত দেশগুলোর। অথচ উন্নয়নশীল দেশগুলোকেই জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে সাইক্লোন, বন্যা, ঘূর্ণিঝড়, খরা, নদী ও পাহাড় ভেঙে পড়া অনেক বেড়ে গেছে। এখন প্রতিবছরই ঘূর্ণিঝড়-সাইক্লোন হচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে পারলে জলবায়ু পরিবর্তনের বিপর্যয়কর প্রভাব থেকে বাঁচা যাবে।