খুলনার রূপসা সেতুর টোল প্লাজা এলাকা থেকে জেলিমিশ্রিত ১০০ মণ চিংড়ি জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। এ ঘটনায় জড়িত থাকায় ছয় মাছ ব্যবসায়ীর করাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে কোস্টগার্ডের পশ্চিম জোনের রূপসা স্টেশন থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ৯ নভেম্বর রাতে রূপসা সেতুর টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চার হাজার ২০ কেজি (১০০ মণ) জেলিমিশ্রিত চিংড়িসহ তিনটি ট্রাক জব্দ করা হয়। এ সময় ট্রাকচালক, হেল্পার ও কর্মচারীসহ মোট সাতজনকে আটক করা হয়।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা মৎস্য কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক চালক ও হেল্পারসহ ছয়জনকে এক মাসের কারাদণ্ড এবং একজনকে সাধারণ ক্ষমায় ছেড়ে দেওয়া হয়।
৯ নভেম্বর দিবাগত রাতে জেলিমিশ্রিত চিংড়ি রূপসা নদীতে ফেলে নষ্ট করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা ট্রাক রূপসা থানায় হস্তান্তর করা হয়।