দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি হকার্স ফোরামের

নিত্যপণ্যের দাম কমিয়ে সবধরনের পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানিয়েছে বাংলাদেশ ভ্রাম্যমাণ হকার্স শ্রমিক ঐক্য ফোরাম।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সড়কে বিভিন্ন পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করি। করোনাকালে আমরা একেবারে শেষ হয়ে গেছি। যখন আমরা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, তখনই নিত্যপণ্যের বাজারে আগুন। যা আমাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সারাদিন সড়কে বিভিন্ন পণ্য বিক্রি করে আমরা সর্বোচ্চ ৩০০ থেকে ৪০০ টাকা লাভ করে থাকি। ওই টাকা নিয়ে বাজারে গেলে সবজিও ঠিকমতো কিনতে পারি না। বাজারে কোনো সবজির কেজি ৮০ টাকার নিচে নেই। চাল, তেল, লবণসহ এমন কোনো পণ্য নেই যা ক্রয়ক্ষমতার মধ্যে আছে। সরকার যদি এখনই এসব নিয়ন্ত্রণ না করে, তবে কিছুদিন পর আমাদের না খেয়ে মরতে হবে।

সংগঠনটির নেতারা বলেন, আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, খুব দ্রুত যেন বাজার নিয়ন্ত্রণ করা হয়। আমাদের প্রত্যাশা সরকার দাম বাড়ার এই লাগাম টেনে ধরবে। নিত্যপণ্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভ্রাম্যমাণ হকার্স শ্রমিক আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইউছুপ আলী সিকদার, সিনিয়র সহ-সভাপতি শেখ হুসাইন আহম্মদ সোহেল, হকার্স নেতা ফারুক আহাম্মদসহ প্রমুখ।