নকল জুস তৈরি, প্রতিষ্ঠান সিলগালা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: কয়েকটি ব্রান্ডের অনুকূলে নকল পণ্য সহ জুস তৈরি করার অপরাধে আনিক ফুড এন্ড বেভারেজ নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা সহ সিলগালা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার ডেমরা ও ফতুল্লা এলাকায় বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক ফর্টিফাইড এডিবল অয়েল, ব্রান্ড-এজমা ও ইয়লো পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে আনিক ফুড এন্ড বেভারেজ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটিকে সীলগালাসহ প্রায় ২০ লক্ষ টাকার অবৈধ মালামাল জব্দ করে ধ্বংস করা হয়।

আরইউ