ভোক্তাকন্ঠ ডেস্ক: কুমিল্লা সদর দক্ষিণে গত বছরের সেমাই এ বছর উৎপাদন তারিখ ছাপিয়ে বাজারজাতসহ নানা অনিয়মের অভিযোগে সেমাই তৈরি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর ১২টায় সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের মুক্তা সেমাই কারখানায় অভিযান পরিচালনা করা হয় ।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ।
তিনি জানান, গত বছরের সেমাই এ বছর উৎপাদন তারিখ ছাপিয়ে বাজারজাত করছিল কারখানা কর্তৃপক্ষ। এছাড়া জনপ্রিয় একটি ব্র্যান্ডরে নামও নকল করেছে তারা। বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া অবৈধভাবে বিএসটিআই এর মানচিহ্ন ব্যবহার করা হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা হয়। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিএসটিআই লোগো ব্যবহার করা ৩০০ কেজি প্যাকেট জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।