খোলা বাজারে পণ্যের মূল্য সহনীয় রাখতে বিক্রি শুরু করবে সরকারি বিভিন্ন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা ও উপজেলায় ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম চলবে।
যা শুক্রবার ছুটির দিন ব্যতীত আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চালু থাকবে।
এক ক্রেতা টিসিবির ট্রাক থেকে সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল ২২০ টাকা, দুই কেজি চিনি ১২০ টাকা, দুই কেজি ডাল ১১০ টাকা। মোট কথায় ৪৫০ টাকায় এক প্যাকেজ কিনতে পারবেন। বাজারে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে এ উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি অব্যাহত রাখতে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম চলমান রাখতে চায় সরকার। বাজারে তেল ও চিনির দাম ক্রয়ান্বয়ে বাড়ছে। টিসিবির সঙ্গে বাজারে দামের পার্থক্য কেজি প্রতি ২৫ টাকা। বোতলজাত সয়াবিন তেলের লিটার ১৪৫ থেকে ১৫০ টাকা, অর্থাৎ টিসিবির দামের সঙ্গে লিটারপ্রতি পার্থক্য ৪৫ থেকে ৫০ টাকা। ডাল বাজারে ৮০ থেকে ৯০ টাকা, টিসিবি থেকে ২৫ থেকে ৩৫ টাকা বেশি।