বরিশালে উৎপাদিত জর্দায় ঢাকা জর্দার কৌটা ও মোড়ক লাগিয়ে বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার (২৩ জানুয়ারি) দুপুরে নগরীর দফতরখানা এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে এই জরিমানা করে।
এ বিষয়ে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ সোয়েব জানান, দফতরখানা এলাকার দুলাল কেমিকেল ওয়ার্কস নকল ঢাকা জর্দা প্রস্তুত করছিল। সেখানে নকল মোড়ক ও কৌটাসহ জর্দা প্রস্তুতে ব্যবহৃত সব কিছুই পাওয়া গেছে। এ জন্য প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, ফজলুল হক অ্যাভিনিউতে মেহেন্দিগঞ্জ দধিঘরে পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বেশকয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। অভিযানে ১০ এপিবিএন বরিশালের একটি টিম সহায়তা করেছে।