গণপরিবহনে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায়ের বিরুদ্ধে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।
আজ রোববার (১৪ নভেম্বর) বিআরটিএ’র ১০টি আদালত ঢাকা ও চট্টগ্রাম মহানগরে অতিরিক্ত ভাড়া আদায় ও সিটিং সার্ভিস নামে অবৈধ স্টিকার লাগানোর অপরাধে ২৪৭টি বাস ও মিনিবাসকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে।
২৪৭টি গণপরিবহনের মধ্যে ১৯৮টি ডিজেল ও ৪৯টি সিএনজিচালিত বাস-মিনিবাস রয়েছে। এর মধ্যে দুটি বাসকে অবৈধ স্টিকার লাগানোর অপরাধে আট হাজার টাকা জরিমানা করা হয়।
বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম, উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মুহাম্মদ হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও তদারক করেন এবং যাত্রীদের সাথে কথা বলে অভিযোগ শুনে সুরাহা করেন।
বাস ও মিনিবাস মালিক এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।