উপজেলা প্রতিনিধি, হাকিমপুর, (দিনাজপুর)
দিনাজপুরের হিলিতে বেশি দামে তেল বিক্রি ও মূল্য তালিকা না টাঙানোয় তিন দোকানিকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ মার্চ) দুপুরে উপজেলার হিলি বাজারে অভিযান চালিয়ে তাদেরকে জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর এ আলম।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুর আলম বলেন, তেলসহ বাজারে বিভিন্ন পণ্যের দামে অস্থিরতা বিরাজ করছে। এ কারণে আজকে আমরা অভিযান পরিচালনা করেছি। আজ হিলি বাজারে অভিযান চালিয়ে বেশি দামে তেল বিক্রির অপরাধে দুই দোকানি ও মূল্য তালিকা টাঙানো না থাকায় মোট তিন দোকানিকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।