বরিশাল জেলা প্রতিনিধি:
জনসাধারণের জন্ম নিবন্ধন কার্যক্রম সহজতর করার লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ওয়ার্ড পর্যায়ে জন্ম নিবন্ধন কার্যক্রম চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, বরিশাল নগরের ২৫নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে প্রাথমিক পর্যায়ে জন্ম নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্।
প্রাথমিক পর্যায়ে ২৫নং ওয়ার্ডের জন্ম নিবন্ধন কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান থাকলে পরবর্তীতে অন্যান্য ওয়ার্ডেও পর্যায়ক্রমে এ কার্যক্রম চালু করা হবে বলে জানান তিনি।
এদিকে ওয়ার্ড পর্যায়ে জন্ম নিবন্ধন কার্যক্রম চালু হলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।