ভোক্তাকন্ঠ ডেস্ক: বেশ কিছু পণ্যে আমদানিকারকের প্রমাণক, প্রিমিসেস লাইসেন্স ও ফায়ার লাইসেন্স না থাকায় ধানমন্ডির মানচেরি রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।
রোববার (২৮ নভেম্বর) বিএফএসএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়ার নেতৃত্বে ধানমন্ডি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রেস্টুরেন্টটিকে জরিমানা করা হয়।
অভিযানে দেখা যায়, বেশকিছু পণ্যে আমদানিকারকের প্রমাণক নেই, প্রিমিসেস লাইসেন্স ও ফায়ার লাইসেন্স নেই। এসব অপরাধে মানচেরি রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার তার অপরাধ স্বীকার করে জরিমানার অর্থ দিতে চান ও তাৎক্ষণিক তা আদায় করা হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক আসলাম ভূঁইয়া, বিএফএসএর অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন, আনসার সদস্যের একটি টিম অভিযানে উপস্থিত ছিল।